ছিঃ লংকা ছিঃ লংকা...

লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ২৪ মার্চ, ২০১৩, ১২:০৯:৫৪ রাত

লংকা কান্ড শব্দটার অর্থ তেমন ভালভাবে বুঝি না। খুব সম্ভবত কোন কিছু নিজের ভাগে আনার জন্য অবৈধ কোন পন্থা অবলম্বন করাকেই লংকা কান্ড বলে। এর বেশী বুঝি না, মনে হয় নেগেটিভ কোন শব্দ। এইটুকুই বুঝলে হল…

আসলে শব্দটা যথার্থ!

তা না হলে জিতার জন্য এতো লংকা কান্ড আর কে করতে পারে?

টেস্ট ম্যাচ জিততে মাঠের ঘাস প্রথম দিন না কেটে ব্যাটিং বিপর্যয়ে ডুবালো প্রতিপক্ষকে আরও কত কান্ড এবং সর্বশেষ স্বীকার ফ্লাড লাইট।

একবার বন্ধ হতেই পারে, দুইবার! তাও এতো সময় ধরে? আমাদের ভালো মানের পেস বোলার নাই দেখে টি-২০ খেলার ধান্দাই এতো লংকা কান্ড করল এই লংকানরা!

আগে সব থেকে বেশী ঘৃণা করতাম ইন্ডিয়া টিমকে, কেন জানি এই কয়দিনে শী লংকা নামক লংকা কান্ডের আবিস্কারক দেশটাকেই এখন বেশী ঘৃণা হচ্ছে.…

ছিঃ লংকা ছিঃ লংকা

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File