শাহবাগ…
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ২১ মার্চ, ২০১৩, ০৮:৩৩:০৩ সকাল
কিছুদিন ধরে ফেসবুক, ব্লগে খুঁজতেছি আর খুঁজতেছি…
কিন্তু কোথাও পাচ্ছি না আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের খবর।
হ্যাঁ, শাহবাগের খবর!!
কেন ভাই? শাহবাগে না লোকে লোকারণ্য? মানুষের লাইন মতিঝিল পর্যন্ত পৌছাই…???!!
আজ কোথাই? আপনারাই তো বলেছেনঃ ফাঁসি না হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরবেন না! ফাঁসি দিয়ে দিছেন? কবে সেটা? আমি আবার মুর্ক টাইপের… খবরা-খবর তেমন একটা রাখি না তাই হয়ত ফাঁসি কার্যকরের বিষয় সম্পর্কে অবগত না!
তবে একটা সত্যি কথা এই যেঃ শাহবাগ এভাবে ধুলিস্মাত হওয়ার পিছনে জামাত-শিবিরের কোন ক্রেডিট না দিয়ে আপনারা নিজেদের দোষ দিন!
আপনারা এই বিরিয়ানী খাওয়ার আন্দোলন শুরু করেছিলেনঃ শুধু রাজাকারের ফাঁসির দাবি নিয়ে কিন্তু সেই দাবিতে অটল না থেকে অন্য দিকে লাফালে তো এমনি হবে…
একবার বলে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর। ওকে আমরা মানলাম।
এটা দেখে আবার বলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কর!! কত সাহস!!! ডিরেক্ট ধর্মের উপর???
দূর হও নাস্তিক, মুরতাদ, বাম....
বিষয়: রাজনীতি
১৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন