তিক্ত প্রেমপথ্য
লিখেছেন লিখেছেন শান্তি ২১ মার্চ, ২০১৩, ০৮:৫২:৫৬ সকাল
জীবনে প্রেমের ছোঁয়া তেমন পাই নি।তাই অতি আগ্রহ দেখাতাম মাঝেমাঝে,অবশ্য যদিও সাহস তেমন ছিল না।খুব আশা করতাম কেউ যদি প্রস্তাব দিত?সামনাসামনি কোন মেয়েকে প্রস্তাব দেওয়াটা যেন পাহাড় ডিঙ্গানোর মত কাজ মনে হত আমার।তারপর ও সেদিন যেন কি হয়ে ছিল আমার বুঝতে পারিনি।যাত্রা করতেছিলাম এক যায়গায় ট্রেনে,সাথে ছিল আমার দুই ভাতিজা।দুজনেই অনার্সে পড়ে, একজন ফার্স্ট ইয়ারে পড়ে আরেকজন সেকেন্ড ইয়ারে।কলেজে যাচ্ছিলাম ট্রেনে।প্রচন্ড ভিরের কারনে ট্রেনে ছিট পেলাম না।দাঁড়িয়ে থাকলাম জানালার দিকে।হঠাত্ লক্ষ্য করলাম সামনে দুটা মেয়ে বসা।একটা মেয়েকে অনেক বেশী ভালো লাগলো,এককথায় তার প্রতি কেন জানি একটু দূর্বল হয়ে গেলাম।ফার্স্ট ইয়ারের ভাতিজাকে জিঙ্গাস করলাম ঐ মেয়েকে চিনিস নাকি ?অনেক সুন্দর তো।ও বলল আরে চিনি মানে ও তো আমার বন্ধু।সে আমার কৌতুহল দেখে আমাকে জিঙ্গাস করল ভালো লাগছে নাকি?আমিও বললাম হ্যাঁ ভালোই তো ।ও আমাকে বলল প্রেম করবা নাকি?আমি কেন জানি নির্বিঘ্নে হ্যাঁ বলেদিলাম।শুরু হয়ে গেল ঐ মেয়ের ডাটা নেওয়া।কেন জানি এই ভূতটা মাথায় চাপলো যে তাকে প্রস্তাব দিতেই হবে।ট্রেনে কোন কথা বললাম না,যদিও একঘন্টা ছিলাম।চিন্তা করলাম আজ ওদের সাথে ওদের কলেজে যাবো,ঐখানেই কথা,প্রস্তাব হবে।কলেজে গিয়ে ভাতিজার সাতে ক্লাস করলাম একটা ম্যানেজমেন্টের।যদিও আমি রাষ্ট্টবিজ্ঞানে অনার্স,মার্স্টাস করা ছিলাম।ক্লাস শেষে ঐ মেয়ের সাথে দেখা হলো।ভাতিজা আমার সাখে পরিচয় করার জন্য ঐ মেয়েকে ডাকলো ।পরিচিত হলাম কথা বললাম।সৌভাগ্যক্রমে সেও আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে পড়ে।আমি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার কারনে আলাদা একটা সমাদর পেলাম।নিজেকেও যাহির করলাম উত্তম বেশে।ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়ে ফ্রি সাজেশন দিলাম।সেও খুব খুশি।আমাকে প্রস্তাব করলো তার একটা ক্লাস করতে ।আমার তো এক পাঁ দাড়ানো।কথা বলা মাত্র রাজি হয়ে গেলাম।কিন্তু স্যার আসতে দেরি করার কারনে ওকে বলে আমি ও আমার দুই ভাতিজাসহ চলে গেলাম অন্য একটি কাজে। ওর ফাঁকে অবশ্য ভাতিজা আমার কথা সব বলে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিল ওর খাতায়।ওকে বলেছিলো আমাকে ফোন করতে।বাড়ি ফেরার সময় স্টেশনে আবার দেখা।এবার পকেটের কিছু টাকা খরচ করলাম।চকলেট খাওয়ালাম,একাকিত্তে কিছু কথা বলার ও সুযোগ মিললো।অনেকটা ফ্রি হয়ে গেলাম।ট্রেন আসল,ট্রেনে চড়লাম।প্রচন্ড ভিড়ের কারনে তেমন কথা বলার সুযোগ পেলাম না।ট্রেন থেকে যখন নামলাম, তখন মেয়ের সাথে সাথে অনেকটা পথ হাঁটলাম।এবার নিজেই সবকিছু বলে ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় নিলাম।বাড়িতে গিয়ে ওর ফোনের অপেক্ষা করলাম।কিন্তু কোন ফোন আসলো না।নাওয়া খাওয়া ছাড়া ফোন হাতছাড়া করতাম না কখনো।ঐ দিনে বাড়িতে এসে দেখলাম সব কাহিনী ফাঁস হয়ে গেছে।কে করলো এ কাজ?খোঁজ নিতে থাকলাম।পরে শুনলাম ঐ মেয়ের নাকি বয়ফ্রেন্ড আছে এবং তার সাথে আমার গ্রামের এক ছেলের ভালো সম্পর্ক।তার মাধ্যমে সব ছড়িয়ে গেছে।আমার যেন নাক কাটাঁ অবস্থা।লজ্জায় খোভে কিছু বলতে পারলাম না।এরপর আবার ঐ মেয়ের বয়ফ্রেন্ডের দ্বারা কিন্চিত থ্রেটতো আছেই।সবমিলিয়ে কেমন জানি একটা তিক্ত সাধ আর অভিজ্ঞতা অর্জন করলাম।কারন কখন ও এসব কাজ করিনি বলে গ্রামে একটু সেই রকমই ছিলাম।আমার সব গৌরব যেন মাটিতে মিশিয়ে গেল।এরপর ঐমেয়ে ও ফোন করেনি,আমিও আর যোগাযোগের চেষ্টা করিনি।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন