আগে নিজে বদলায়, অন্যরা ঠিক বদলাবে ইনশাআল্লাহ…
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ২১ মার্চ, ২০১৩, ১১:২৬:১১ রাত
৫২ তে পাকিস্তানিরা এসেছিলো গুলি নিয়ে আমাদের উপর তাদের ভাষা চাপিয়ে দিতে।
সালাম, রফিক, বরকতেরা সেদিন জীবন দিয়েও ভাষা দেইনি।
কিন্তু ৭১ পরবর্তি ইন্ডিয়া এসেছে সুক্ষ্ন সুইঁচ দিয়ে যে সুইঁচের গুতা খেলে ভালো লাগে, প্রথম প্রথম একটু কষ্ট হয় কিন্তু পরে স্বাভাবিক হয়ে যায়। সেই সুইঁ এর ভিতর দিয়ে আসলো ৫২ তে তাড়িয়ে দেওয়া সেই ভাষার ডিজিটাল ভার্সন।
ফলাফল বেশ ভালো।
আমরা অভ্যস্ত হলাম এই সুঁচের গুতা খাওয়া এবং ড্রাগ এডিক্টেডের মত ভালই ইনজয় করতেছি।
পার্থক্য কি থাকলো?
সালাম-রফিকের রক্তের দাম কি রইল?
এটা কি সুক্ষ্নভাবে ভাষা শহীদদের রক্তের অবমনা নই কি?
হে সচেতন সমাজ, আর কত এসব চোখ বুঝে এড়িয়ে যাবেন?
আমি জানি আপনারা কিছু পারেন না, তবে আপনাদের লেখা, কথা বলা দেখে অনেক ব্রেইন ওয়াশড লোকেরও শুভ বুদ্ধি উদয় হয়েও যেতে পারে!!
কেনো আমরা আজো পাকিস্তানে পড়ে রইলাম?
১৯৭১ অবমাননাকারীদের বিচার হচ্ছে তাহলে ১৯৫২ অবমাননাকারীদের জন্য অন্তত একটা ধিঃক্কার কেন নই?
১৯৫২্ִর চেতনা থেকেই ১৯৭১ এর সফলতা নই কি?
তাহলে ৫২্ִর চেতনা ধরে রাখা কি অতিব জরুরী না?
এই চেতনা ধরে রাখার কথা শুনবে কে?
কাকে বলব? কোন মন্ত্রীকে?? কোন সরকারকে??
নিজেরা নিজেকেই ঠিক করি আগে, আমার দেখা দেখি অন্যরা ঠিক হবে ইনশাআল্লাহ…
এখনি, এই মুহুর্ত থেকে উর্দু তথা হিন্দীকে এড়িয়ে চলি.…
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন