আবারো ফেসবুক থিকা!!!
লিখেছেন লিখেছেন ফাটাকেস্ট ০২ এপ্রিল, ২০১৩, ১০:২৯:৩৪ রাত
ফেসবুকত থিকা, ছবি গুলার লগে কমেন্ট গুলান ভালা পাইসিলাম ,তাই হগগলের লগে ছিয়ার করবার লুব ছামলাইবার পারিনাইক্কা, এলা বুজবার পারসেন?
গ্লিসারিনের কান্না
আর না আর না।
যদি কাঁদতে ইচ্ছে'ই হয়
কাঁদো শুধু তাঁর কাছে
মহা মহিম যিনি, পরম করুনাময়।
আহা তুমি কি কেবলি ছবি
তোমায় নিয়ে লিখে যে কবিতা
আছে কি এমন কোন এমন কবি?
হারাবে হায় শুধু এই ভয়,
তাই তোমায় কিছু বলিনি
মনের গহিনের সুপ্ত আশা
নিরবে শুধুই নিখাদ ভালোবাসা।
অবশেষে হায় হলো ঠিক তাই
যা কভু ভাবিনি!
হারিয়ে তোমায় লিখি শুধু ইথারের পাতায়
আমার এই কষ্টের কাহিনি।
আমার মতোই হাজারো হৃদয় ভেঙে শুধু খান খান
তোমারে দেখিলে বুকটা এখনো করে যে আন চান।
কে তুমি অপ্সরা এমন অপরুপ সাজে!
নিস্পাপ মুখখানি তোমার
কাঁপন ধরালো হাজারো হৃদয় মাঝে।
দাঁড়িয়ে তুমি কোন এক কানন মাঝে
হয় তো সেথা ফুল ছিলো না
মিয়্রমাণ ছিলো কানন যেনো সেই লাজে।
তোমায় পেয়েই যেনো সেথা শত ফুলের হাসি
ফুল হয়ে আছো সকলি বেদনা নাশী।
বিষয়: বিবিধ
২৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন