দোস্তেরা সব আমারে কয় "তুই হালায় আন্ধা"

লিখেছেন লিখেছেন ফাটাকেস্ট ২৬ মার্চ, ২০১৩, ১০:৪১:৪৭ রাত

চশমা ছাড়াই বালা দেহি

দোস্তেরা সব তবু ক্যান

আমারে কয় তুই হালায় আন্ধা,

কি আর কমু সাদা-কালা'

মন্দ-বালা ,উপ্রে নিচে

চিন্যা লইতেও আমার লাগে ধান্দা।

মাগার টেহা-টুহা বেশীঈ চিনি

ডলার পাউন্ড ইউরো কিবা দিনার

কোনডারেই বাকি নাই চিনার।

ভার্সিটিততূন পাশ দিসি

সাট্টিফিট হগল আমার বগলদাবা,

তার পরেও ওরা কয়

হালায় তুই একটা হাবা।

বই-পুস্তক ঝাড়া ঝাড়া,

রেফারেন্সের ঝুলি ভরা।

অর্থনিতী রাজনিতী কিংবা সমাজনিতি,

হগল কিতাব পইড়া পইড়া

ভইরা ফালাইছি জ্ঞানের ঝাঁপি

তার পরেও ওরা কয় আমারে

তুই হালায় জ্ঞান-পাপী।

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File