গরু হারালে এমনই হয় গো মাআআআ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৫ মার্চ, ২০১৩, ১২:২৮:৩৩ দুপুর
এক লোক মাঠে গরু চরাতে গিয়ে এক পর্যায়ে গাছের নিছে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে দেখে গরু নাই। চৈত্র মাসের রৌদের মধ্যে গরু খুজতে খুজতে হয়রান হয়ে গেছে। একদিকে গরু হারানোর চিন্তা অন্যদিকে চৈত্রের রৌদের তাড়নায় সে হাঁফাতে হাঁফাতে বাড়ীর উঠানে এসে তার ছেলেকে বলল,
ভাই ভাই আমারে এক গ্লাস পানি দে,
বউ ঘর থেকে এটা শুনে তেড়ে এসে বলল, কি হইছে তোমার, পাগল টাগল হইলা নি কোন? ছেলেরে ভাই বলতেছ!!!
লোকটার উত্তরঃ চৈত্র মাসে গরু হারালে এমনই হয় গো মাআআআ
আমাদের রাজনীতিবিদদের লাগামহীন অকর্ম আর লাগামহীন কথাবার্তায় মনে হচ্ছে তারাও চৈত্রমাসে গরু হারাইছে ও গরমে অবস্থা খারাপ!!!!
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন