জাতীর নাতী ও একটা পিঠার গল্প
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ১১ মার্চ, ২০১৪, ০৬:৪১:৫৯ সন্ধ্যা
এক ছেলে তার জেঠির(বড় মায়ের) ঘরে গিয়ে দেখে জেঠি পিঠা বানাচ্ছে, তো ঐ ছেলে জেঠির কাছে পিঠা চাইলো কিন্তু পিঠা দিল না, দ্বিতীয়বার চাইলো দিল না, তৃতীয়বার চাইলো তাও দিল না।
তখন ছেলে চলে আসতে গিয়ে নিজে নিজে বলে,
"জেঠির কাছে একবার পিঠা চাইলাম, দুইবার চাইলাম, তিনবার চাইলাম, দিল না। জেঠি না দিলে না দিছে, আমি কি জেঠির পিঠার কাঙ্গাল নাকি?!!!"
গল্পটার মিল খুজে পাবেন নিচের কথায়,
জাতীর প্রতিবন্ধী নাতী আজ কইলেন,
"বিশ্বব্যাংক টাকা দিলে দিবে, না দিলে না দেবে। আমরা নিজেরাই টাকা জোগাড় করে নেবো, আমরা ফকির না।"
দুঃখের হলেও মজার বিষয় হলো, কেন যে দিচ্ছে না সেটা যে আমরা ম্যাঙ্গো পাবলিক বুঝি, সেটা সে বা তার লোকজন বুঝে না।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন