বিডিয়ার বিদ্রোহের মামলার রায় Vs আমুর সংসদে দাঁড়িয়ে "সঠিক তদন্ত" তত্ব।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৬:৩১ দুপুর

যদি কখনো সঠিক ভাবে তদন্ত হয় তবে দেখা যাবে পিলখানা হত্যাকান্ডে খালেদা জড়িতঃ আমু (সংসদে)

প্রতিক্রিয়াঃ

১) ভরা সংসদে স্পিকার সহ কোন মন্ত্রী বা এমপি এর প্রতিবাদ করেনি।

২) যেহেতু কেউ প্রতিবাদ করেনি ধরে নেওয়া যায়, "সঠিক তদন্ত" হয়নি।

৩) "সঠিক তদন্ত" কেন করা হল না? কার স্বার্থে?!!

৪) খালেদার সাথে আওয়ামীলীগের এমন কোন সখ্যতা নাই যে, "সঠিক তদন্ত" না করে খালেদাকে বাঁচিয়ে দেবে।

৫) যেহেতু "সঠিক তদন্ত" হয়নি তাহলে এত জন বিডিয়ার জোয়ানের ফাঁসি ও সাজা কোন তদন্তের ভিত্তিতে দেওয়া হল? কেন দেওয়া হল?!

৬) কোন তদন্তের ভিত্তিতে তোরাব আলী ও পিন্টুকে সাজা দেওয়া হল বা আটক রাখা হল?!!

** আরো অনেক প্রশ্ন বা কথা বলা যায়, কথা বাড়ালাম না।

শুধু মাত্র সংসদে দাঁড়িয়ে আমুর এই উক্তি ও আওয়ামী এমপি মন্ত্রীদের নিরবতায় সংসদের ভয়েজ রেকর্ড নিয়েই হাইকোর্টে বিডিয়ার বিদ্রোহের মামলার রায়ের বিরুদ্ধে রিট করা যা না?!!! আপনারাই বলুন।

সঠিক তদন্ত না হয়ে এই নৃশংসতার মামলার রায়ের তিব্র প্রতিবাদ জানানো কি আদালত অবমাননা হবে?!!।

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183208
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
হতভাগা লিখেছেন : খালেদা জিয়াকে শীঘ্রই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা উচিত
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
135386
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : সঠিক তদন্তের জন্য দরকার হলে হাসিনাকেও আটক করে জিজ্ঞেস করতে পারে। খালেদা হাসিনা কেউই আইনের উর্ধে থাকা উচিৎ নয়।
183214
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : এবার ঠেলা সামলা।
183229
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৯
জেদ্দাবাসী লিখেছেন : সঠিক পয়েন্ট তুলে ধরেছেন । এইভাবে তথ্যর মাধ্যমে সত্যকে তুলে আনার জন্য ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৩
135409
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
183378
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
সজল আহমেদ লিখেছেন : চিন্তিত আমি!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৯
135929
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : ভাই, এত চিন্তা কইরা আর কি হইবো!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File