আকাইম্মা মন

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৪:৩৯ দুপুর
কোন কাজে বসছে মন
পাখির মত উড়ছে
হাওয়ার স্রোতে তাল মিলিয়ে
দূর-বহুদূর ছুটছে।![]()
কত করে বুঝায় তবু
আকাইম্মা এই মন
সময় গেলে পাবি নারে
সময় বড় ধন।![]()
অনেক বড় হতে হলে
করতে হবে কাজ
কাজ ছাড়াতো যায় না বাঁচা
এই পৃথিবীর মাঝ।![]()
বিশ্বে যত জ্ঞানীগুণী
ছিলেন মহাজন
কাজের মাঝে ডুবেই তাদের
কেটে যেত ক্ষণ।![]()
কি করা যায়-কি করা যায়?
প্রশ্ন কেবল উঠছে
নিত্য নতুন ভাবনা এসে
মাথায় শুধু জুটছে।
বিষয়: সাহিত্য
১৪৩১ বার পঠিত, ২৬ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
কেমন করে জুটছে
আশি তোলায় সের হয়লে
চল্লিশ সেরে মন
মনে মনে...
মন্তব্য করতে লগইন করুন