শিবির অস্ত্রধারী সংগঠন !! আর ছাত্রলীগ ললিপপ খাওয়া নিষ্পাপ বাচ্চাদের সংগঠন !!!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২১:০১ দুপুর



বিদেশী কোন সংস্থা নাকি জরিপ করছে শিবির সশস্ত্র সংগঠন !! আমি ঐ সংস্থাকে নিয়ে বেসি কিছু বলবনা; শুধু তাদের অনুরোধ জানাবো চোখের ডাক্তার দেখাতে !! কারন তাদের চোখ খারাপ হয়েগেছে !!

কারন শুনুন; জন্মগত ভাবে আমি বাংলাদেশের নাগরিক, আমার জন্মেরও ১৫/২০ বছর আগে শিবির প্রতিষ্ঠিত হয়েছে, বুজ হওয়ার পর থেকেই শিবিরের বিভিন্য কার্যকলাপ দেখে আসছি, তাদের আন্দলন দেখছি, মার খাওয়া দেখছি, মার দেয়া দেখছি, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি সশস্ত্র সংগঠন বলতে যা বুজায় তেমন অবস্থায় আমি একবারও তাদের দেখিনি ৷

এবং কি রাজনৈতিক দলের অন্যতম প্রধান হাতিয়ার হরতালের মধ্যে গাড়ি ভাঙ্গা, গাড়িতে আগুন দেয়া এইসব কমন কাজ গুলাও ২০১০ সালের আগপর্যন্ত শিবির করেছে বলে আমার জানা নেই ৷ গাড়ি পুড়ানো বা গাড়ি ভাঙ্গা রাজনৈতিক দলের স্বাভাবিক কাজ হলেও শিবির বলেছে আগামীতে তারা ক্ষমতায় এলে এইসবের ক্ষতিপুরন দেবে, যা ইতি পূর্বে কোনো রাজনৈতিক দল বলেনি ৷

২০১০ সালের পর থেকে শিবিরকে স্বমূলে দংশ করার জন্য সরকার উঠেপড়ে লেগেছে, শিবিরের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের অস্থিত্ব রক্ষার লড়াই করতে সরকার তাদেরকে জোর করে মাঠে নামিয়েছে ৷ ২০১৩ সাল থেকে সরকার শিবিরের সাথে অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়েছে, তারপরেও শিবির কৌশলে নিজেদের অস্ত্রকে ইট-পাটকেলের মধ্যে সীমাবদ্ধ রেখেছে ৷ অনেক বলতে পারেন শিবির ফটকা/ককটেল ফুটায় !! কিন্তু আজ পর্যন্ত সরকার কোনো শিবির কর্মীকে ফটকা ফুটানো অবস্থায় হাতেনাতে ধরতে পেরেছে বলে আমাদের জানা নেই ৷

আজ পর্যন্ত কোনো শিবির কর্মীকে কেউ অস্ত্র হাতে দেখেছে বলে বলতে পারবেনা, কোনো শিবির কর্মীর অস্ত্র হাতে বা অস্ত্র উচিয়ে গুলি করার দৃশ্য টিভিতে বা খবরের কাগজে কেউ দেখেনি ৷

অন্যদিকে ছাত্রলীগকে সশস্ত্র অবস্থায় দেখেনি এমন মানুষ বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই ৷ পিস্তল উচিয়ে গুলি করা, ফিল্মি কায়দায় রাস্তার মধ্যে ফেলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মানুষ হত্যা করা, কিরিজ দিয়ে মানুষ জবাই করা, চাইনিজ কুড়াল দিয়ে মানুষকে দিখন্ডিত করা, একে ৪৭ দিয়ে সরাসরি গুলি করে মানুষ হত্যা করা, আরো কতশত আধুনিক অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছে ছাত্রলীগ তার নামও আমি জানিনা ৷

এত কিছুর পরেও তথাকথিত এই সংস্থা ছাত্রলীগকে বাদ দিয়ে নিরস্ত্র শিবিরকে সশস্ত্র সঙ্গঠন বানিয়ে দিয়েছে !!! এতে বুজা যাচ্ছে ঐ সংস্থার লোকজনের চোখের সমস্যা আছে, তাই তারা বাস্তবতাটা উপলব্ধি করতে পারেনি ৷ আর যদি চোখের সমস্যা না থাকে তাহলে বুজতে বাকি রইলোনা তারা লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আর ক্রয়কৃত গোলাম মনিবের পক্ষে সাফাই গাইবে এটাই স্বাভাবিক ৷

লেখাটা পড়ে দয়া করে কেউ আমাকে শিবির হিসেবে আবিষ্কার করবেননা, আমি বাস্তবসম্মত এই লিখাটা এইজন্যই লিখেছি যে, আজ তারা শিবিরকে সশস্ত্র সংগঠন বলেছে, কালকে তারা হেফাজতকে সশস্ত্র সংগঠন বলবে, পরশু তারা কওমী মাদরাশাগুলাকে আল-কায়দার ঘাটি বলবে ৷ তাই তাদের আস্ফালনের প্রতিবাদ এখন থেকেই করাটা আমি আমার ফরজ মনে করেছি, আর এই জন্যই এই লেখা ৷

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183192
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
আনিছ_পারভেজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
183201
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
183202
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :

একদাম মাত্র পাচ টাকা
যারা অস্ত্র ধরছে তাদের হাত থেকে অস্ত্র চিনিয়ে নিয়ে প্রত্যেকের হাতে একটা একটা ললিপপ দেয়া যেতে পারে
183209
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যারা এই গবেষণা চালিয়েছে তারা তো এমনিতেই চোখে কম দেখে, একচোখা। ইয়া আল্লাহ তুমি পৃথিবীর তাবৎ তাগুতদের কাছে শিবিরকে এক নাম্বার ভয়ঙ্কর দল হিসেবে গড়ে উঠার শক্তি সাহস দান করুন।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য
183210
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
হতভাগা লিখেছেন : শিবির ধন্য । আজ তাদের নাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে ।

আল-কায়েদার চেয়েও তারা বেশী সশস্ত্র !
183217
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : শিবির সন্তাসী সংঘঠন হলে, ছাত্রলীগ মানে চাপাতি লীগ কি?
183225
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
বেআক্কেল লিখেছেন : আসুন আমরা সবাই বেবী লীগে যুগদান করি। শিশুলীগ হলেও কুন আপত্তি নাই। জাউরা বেবী হইল কি শিশু হইল তাতে কাউয়ার কি আসে যায়।
183247
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
আমি মুসাফির লিখেছেন :



183275
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
আইল্যান্ড স্কাই লিখেছেন : এই রির্পোটটা তৈরী করেছিলেন গোপাল গঞ্জের গোপালী দিদির দাদাবাবুদের লোক এবং দিদির পোলা তথ্যবাবা বাল-কায়দা ইউ.এস.এ শাখার আমীর জয়ষ্টিক নাকি মোটা অংকের প্যামেন্ট করিছিলেন....
১০
183308
২৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
ইবনে হাসেম লিখেছেন : প্রতিবাদে ফেটে পড়ুক সমগ্র এফ বি, টুইটার, ও অন্যান্য ওয়েবসাইটের ব্লগের ব্লগারগন।
১১
183385
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
সজল আহমেদ লিখেছেন : হু
১২
183399
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছাত্র লীগ সোনার ছেলে তাদের বিরোদ্ধে কেউ কিছু বলবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File