মন্ত্রীজির, ক্রসফায়ার Vs বন্দুকযুদ্ধ তত্ব!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ০৫ মার্চ, ২০১৪, ০১:১৯:৩৬ দুপুর
ইদানিং কালে আমরা নতুন একটা কথা শুনতে পাই যে,
ক্রসফায়ারে নয়, যারা মারা যাচ্ছে তারা বন্দুক যুদ্ধে মারা যাচ্ছেঃ স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
বন্দুকযুদ্ধ হচ্ছে ক্রসফায়ারের নতুন ভার্সন!! মন্ত্রীজি স্বীকার করুক আর নাই করুক, নাম যাই দিক, আমরা জানি, "দুইটাই বিচার বহির্ভুত হত্যা বা হত্যাকাণ্ড।"
আমাদের (বৈধ!!) মন্ত্রীজি বুঝেছেন যে, ক্রসফায়ার একটা খারাপ কাজ!!! তাই উনি বন্দুকযুদ্ধ নাম দিয়েছেন। এব্যপারে আমি যা বুঝি সামান্য একটু লিখলামঃ
> ক্রসফায়ারে মারা যাওয়া মানে, দুপক্ষের (র্যাব-পুলিশ এবং সন্ত্রাসীদের) গোলাগুলির মাঝখানে পড়ে যেকোন পক্ষের আঘাতে মারা যাওয়া।
> বন্দুকযুদ্ধে মারা যাওয়া মানে, দুপক্ষের গোলাগুলীতে দুপক্ষের যে কেউ মারা যাওয়া। মাঝখানের কেউ মারা গেলেই সেটা ক্রসফায়ার।
> এক্ষেত্রে গ্রেপ্তারকৃত কেউ বন্দুকযুদ্ধে জড়িত হতে পারার কথা নয়। কোন ভাবেই সম্ভব নয়।
> তবে র্যাব-পুলিশ বলছে ক্রসফায়ার, আর মন্ত্রীজি বলছেন বন্দুকযুদ্ধ!! ক্যামতে কি?!!
বন্দুকযুদ্ধ আর ক্রসফায়ার মানে, মন্ত্রীজি কি বুঝিয়েছেন তা ঠিক বুঝিয়ে না বললেও আমরা ধরে নিতে পারি,
ক্রসফায়ারে "পিস্তল ও রিভলবার" ব্যাবহৃত হয় আর বন্দুক যুদ্ধে শুধু বন্দুকের উপস্থিতি :D :D :D
হত্যা কিন্তু থামছে না!!!
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন