আমার টাকাই আমাকে ঋন দেওয়া হবে?!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ১২ মার্চ, ২০১৪, ১১:৩৫:১৩ সকাল
কৈ মাছের তৈল দিয়েই কৈ মাছ ভাজি করার কথা ছোট বেলায় শুনেছিলাম। নোয়াখালীর মানুষ বলে, "কৈর তেল দি কৈ ভুনা", অর্থাৎ আমারটা দিয়েই আমাকে বুঝ দেও সাথে আরো সুবিধা নেওয়া।
গতকাল জাতীর নাতী বলেছে, দেশের কাজে বিশ্বব্যাঙ্কের কাছ থেকে টাকা লাগবে না, টাকা সে ম্যানেজ করে দিবে। এই ক্ষেত্রে বিষয়টা উপরোক্ত কৈয়ের তেলের চাইতে জটিল!!!
অনেকে প্রশ্ন করতে পারেন, সে কিভাবে ম্যানেজ করবে? এটা কি শুধুই ফাও বুলি?!!!
আমি বলি না এটা ফাউ বুলি না। সে নিজেই বাংলাদেশকে ঋন দিবে।
শেয়ার বাজার, ডেস্টিনি, হল্মার্ক, ইত্যাদি ক্ষেত্র থেকে আমার/আপনার যে টাকা হাওয়া হয়ে গেছে সে টাকাই এখন আবার সরকারকে ঋন হিসাবে দিয়ে আমার/আপনার উপর দেশীয় ঋনের ভোজা আরেক ধাপ বাড়ানো হবে।
মানে,
আমার আপনার টাকা ছিনতাই করে, আবার আমাকেই ঋন হিসাবে দিবে।
লাভে লাভ!!!
লালে লাল!!!!
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন