পূর্ণ হলো অপূর্ণতা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ মার্চ, ২০১৩, ০৪:২৪:৪৮ রাত

আবৃত দেহের সব ক'টা বন্ধ জানালা

খুলে ফেলে খোলা পিঠে ঢেউ তুলে কেশ গুচ্ছ

অজানা মসৃন মাঠে ক্রমশই হাঁটে

সদ্য পরিচিত পথিক, কম্পিত দেহে

শিহরণ জাগায়। চরম উত্তাল সাগর

সুখের ফিনকি প্রবাহমান।

আনমনে সুখ খুঁজেছি এতদিন

দিকভ্রম পথিকের ন্যায়

তুমি এলে বলে সুখ এলো

তুমি এলে বলে পূর্ণ হলো অপূর্ণতা ।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File