মোল্লাদের জট
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ জানুয়ারি, ২০১৬, ০৩:১৭:২৮ রাত
মোল্লারা জট করে নাম দেয়
ইসলামী ঐক্যজোট
দুনিয়ার লোভে তারা করছে
মানুষের ঈমান লুট ।
'
ঈমান আমল দেখলে বুঝবে
তারা কত ইসলামী !!!
রাজনীতির চালে তাদের কাজ
খাঁটি অনৈসলামী ।
'
ধর্ম বিকৃতি করে ধর্মের নামে
মানুষকে দেয় ধোঁকা
যে যার মত ধর্মের ব্যাখ্যা দেয়
ভাবে মানুষ বোকা ।
'
ধর্মের নামে ঐসব জটবাঁধা
মোল্লারাই খাঁটি জঙ্গি
তাদের কোন কর্মে ধর্ম নেই
আছে শুধু ধর্মীয় ভঙ্গি।
০৭।০১।২০১৫
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন