ঝড়ের সাথে ফাইট

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ নভেম্বর, ২০১৫, ০২:৩০:০৮ রাত

মেঘলা দিনে ঝড়ের মাঝে

যদি উড়াও ‘কাইট’

সুতোয় বাঁধা হাতের নাটাই

ধরতে হবে ‘টাইট’।

'

যদি ঝড়ের সাথে বৃক্ষ হয়ে

করতে চাও ‘ফাইট’

দেখো আগে শিকড় কেমন

যতই থাকুক ‘হাইট’।

'

শিকড় বিহীন বৃক্ষ কিংবা

নাটাই ছাড়া ‘কাইট’

ধ্বংস দুইয়ের অনিবার্য

কথাটা কি নয় ‘রাইট’ ?

05.11.2015

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348657
০৬ নভেম্বর ২০১৫ রাত ০৪:২৬
শেখের পোলা লিখেছেন : অবশ্যই রাইট৷ চমৎকার হয়েছে৷
348668
০৬ নভেম্বর ২০১৫ সকাল ০৯:০৫
হতভাগা লিখেছেন : যদিও কবিতাটি ''লাইট''

ম্যাসেজটা কিন্তু বেশ ''মাইট''
348749
০৭ নভেম্বর ২০১৫ সকাল ০৬:০০
বৃত্তের বাইরে লিখেছেন : একদম রাইট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File