খুন করে খুনী আর
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ নভেম্বর, ২০১৫, ০২:২০:১৪ রাত
খুন করে খুনী যদি
পার পেয়ে যায়
তবে খুন বাড়বেই
বলো কার দায়?
'
দেশজুড়ে খুনা-খুনি
কার ইশারায়
মানুষের চোখে তারা
কবু না হারায়।
'
খুন করে খুনী আর
ধরা পড়ে যারা
জনগণ বুঝে তাতে
আসল খুনি কারা।
'
ক্ষমতার মোহে যারা
হয়ে গেছে অন্ধ
হেসে হেসে খুন করে
মনে নেই দ্বন্দ্ব।
'
আর নয় প্রতিবাদ
হাতে ধরো অস্ত্র
খুনিদের রুখতে পরো
যুদ্ধের বস্ত্র।
01.11.2015
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবং কথার সাথে সহমত!!
খুনির নামকি কি পরিচয় তাহাই নাজানি,
শুধু পেরেসানি জমের টানাটানি
কাশেম স্যার আতি সম্মানি তাই খান পানি,
বিচার না চান-কেন না চান সব্বাই মোরা জানি,
অযথা পেরেশানি-দরকার নাইগো নানি....
মন্তব্য করতে লগইন করুন