খয়ের খাঁ চোর

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ অক্টোবর, ২০১৫, ০২:০০:২৭ রাত

চোরকে যদি চোর না বল

বলবে তুমি কি ?

‘চোরের মায়ের বড় গলা’

মানুষ বলে ছি ।

'

ডানে বাঁয়ে দেখবে তুমি

সাধুর বেশে চোর

বড় চোরের গলায় থাকে

সুর সুমধুর ।

'

ধর্মের নামে চুরি করে

আছে অনেক চোর

প্রতিবাদী হয়ে আবার

ছড়ায় খোদার নূর।

'

কথায় কাজে অনেক চোর

খাঁটি খয়ের খাঁ

চোর বললে দেখবে কেমন

আঁতে লাগে ঘা।

27.10.2015

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347509
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৪
রক্তলাল লিখেছেন : চোরের নেত্রী পিশাচের অনেক বড় গলা।
347530
২৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪২
নূর আল আমিন লিখেছেন : কথায় কাজে অনেক
চোর
খাঁটি খয়ের খাঁ
চোর বললে দেখবে
কেমন
আঁতে লাগে ঘা।: ফিনিশিংটা অসাম হইছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File