আলেম নাকি জালেম ওরা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ অক্টোবর, ২০১৫, ০১:২৬:১১ রাত



আলেম নাকি জালেম ওরা

বলবে কি কেউ কিছু ?

আমি বলি শয়তান ওরা

থাকবেনা কেউ পিছু ।

'

ছুঁড়ছে গুলি উড়ছে টুপি

ছিঁড়ছে দাঁড়ি কাদের ?

শয়তান গুলো রাজপথে

আলেম বল যাদের।

'

দাঁড়ি টুপিতে শয়তান

আজ ভরছে সারা দেশ

জুব্বা পরে তাসবিহ

হাতে ধরছে কত বেশ।

'

নেতা নেত্রীও ধর্ম দিয়ে

খাচ্ছে হারাম রক্ত চুষি

ধর্ম নিয়ে আর কত

করবে খেলা যেমন খুশী?

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346092
১৮ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৪
শেখের পোলা লিখেছেন : লীগের আলেম এমনই হবে
অবাক হবার কি?
কার্য কলাপ এদের দেখে
বলবে লোকে ছিঃ
346106
১৮ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৯
কাহাফ লিখেছেন :


আলেম যখন জালেম হয়,
তখন-
এমনি পরিস্হিতি সৃষ্টি হয়!
346145
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসবই জালেমের কান্ড!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File