চলবে ছুরি পশুর গলায়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৯:৩২ রাত
চলবে ছুরি পশুর গলায়
আসছে আবার সেই দিন
খুশীর জোয়ার বইছে দেখ
কিনতে পশু রাত কি দিন।
'
ভিড় জমেছে পশুর হাটে
কিনতে গরু উট ছাগল
যে যার মত কিনবে পশু
অথচ কত হচ্ছে পাগল।
'
ভিতরে পশু জ্যান্ত রেখে
ধোঁকা দিয়ে করছ নাতো চুরি
তাই নিজের ভিতর পশুর
গলায় চালাও আগে ছুরি।
22.09.201
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন