আমরা গোলাপ হস্তে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০২:৪৯ রাত

নয়তো শেষ মাত্র শুরু,

আঁধার গেছে অস্তে

পূর্ব দিকে উঠছে রবি

আমরা গোলাপ হস্তে।

'

গন্ধ ছড়ায় গোলাপগুলো

তোদের ভিতর দ্বন্দ্ব

আমরা দেখি আলোর মিছিল

তোদের চোখ অন্ধ।

'

আমরা বিলাই গোলাপ ঢালী

মোহিত মানুষ গন্ধে

অস্তাচলে তোমরা আজ

বাঁচার দ্বিধা দ্বন্দ্বে ।

'

দ্বন্দ্ব মুখর দুনিয়া জুড়ে

তোমরা খোঁজ সুখ

স্বর্গ লাভের প্রত্যাশাতে

আমরা পাতি বুক।

বিষয়: বিবিধ

৮১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342417
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আহহা,বেশ সুন্দর।
342424
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪০
শেখের পোলা লিখেছেন : দারুন হয়েছে৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File