আয়লানের লাল টি শার্ট অমলিন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১০:১১ বিকাল
মুখ থুবড়ে পড়ে আছে মানবতা।
নির্বাক বিশ্ব বিবেক।
নিঃস্পৃহ যাতনায় নিষ্পাপ আয়লানের
লাল টি শার্ট অমলিন।
নীল পেন্ট আর জুতো জুড়ার প্রতিবাদী ধিক্কার।
'
বিশ্বমোড়লরা কোথায় আজ?
'
ক্ষমতার দ্বন্দ্বে নিষ্পেষিত বাস্তুভিটা ছাড়া মানবতা
আর কত সমুদ্রের হাঙরদের আহার্য হবে,
কিংবা মুখ থুবড়ে পড়ে থাকবে সমুদ্রতীরে?
আয়লানের যন্ত্রণা কাতর শেষ নিঃশ্বাসে
বেঁচে থাকার আর্তনাদ মানে
সিরিয়ান হায়েনাদের উল্লাস,
নীরব বিশ্ববিবেক
আর পরাজিত ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে
সংশয়বাদের বিজয়।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Ohh I see !
মন্তব্য করতে লগইন করুন