---পনের আগস্ট বিতর্ক---
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ আগস্ট, ২০১৫, ০১:৫৮:২৯ দুপুর
হঠাৎ আবার শুরু হল
পনের আগস্ট বিতর্ক
ঘটতে পারে এমন কিছু
সবাই হও সর্তক ।
'
ইতিহাসের পাতা উল্টে
বেরিয়ে আসছে সত্য
জাতির ঘাড়ে চেপে বসতে
আসছে কোন দৈত্য।
'
আজকে যারা বড় নেতা
কথায় কিংবা কাজে
সেদিনকার কথা বললে
মাথা নোয়ায় লাজে।
'
মতিয়া আপার সখ ছিল
খুব বাজাতে ডুগডুগি
তোফায়েল শেখ সেলিমের
দেখল জাতি মুকচুকি।
'
মহান নেতা ইনু সেদিন
ট্যাঙ্কের উপর নাচল
বঙ্গবন্ধুর কাছের অনেক
হাই তুলে বাঁচল।
'
দালাল চাটুকার খুনিরা আজ
বসছে জাতির ঘাড়ে
ভুলের মাশুল হচ্ছে উশল
বুঝছে জাতি হাড়েহাড়ে।
30.09.2015
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন