মতিয়া ইনুরা খুশী আজো

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ আগস্ট, ২০১৫, ১২:৫৫:১৮ রাত

পনের আগস্ট ধানমণ্ডিতে

বইল রক্ত নদী

মতিয়া ইনুদের খুশী আজো

বইছে নিরবধি।

'

ইনু নাচল ট্যাঙ্কের উপর

মতিয়া নিল ডুগডুগি

নেত্রী বলেন এসব নিয়ে

কেউ করোনা কুটকুটি।

'

তোফায়েল শেখ সেলিমরা

কোথায় ছিল সেদিন?

শফিউল্লাহ চোখে আঙ্গুল দিয়ে

দেখিয়ে দিল সেচিন।

'

বাঘা কাদের অস্ত্র হাতে

নামলেন সেদিন রাজপথে

সুবিধা ভোগী ওই নেতারা

ছিল তারা কোন পথে?

29.08.2015

বিষয়: বিবিধ

৭১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338551
৩০ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫১
নাবিক লিখেছেন : হুম সত্য কোনো দিন চাপা থাকেনা।
338567
৩০ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. যারা সেদিন নেচে ছিলো তারাই এখন বেশী সুবিধা পাচ্ছে! অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File