মতিয়া ইনুরা খুশী আজো
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ আগস্ট, ২০১৫, ১২:৫৫:১৮ রাত
পনের আগস্ট ধানমণ্ডিতে
বইল রক্ত নদী
মতিয়া ইনুদের খুশী আজো
বইছে নিরবধি।
'
ইনু নাচল ট্যাঙ্কের উপর
মতিয়া নিল ডুগডুগি
নেত্রী বলেন এসব নিয়ে
কেউ করোনা কুটকুটি।
'
তোফায়েল শেখ সেলিমরা
কোথায় ছিল সেদিন?
শফিউল্লাহ চোখে আঙ্গুল দিয়ে
দেখিয়ে দিল সেচিন।
'
বাঘা কাদের অস্ত্র হাতে
নামলেন সেদিন রাজপথে
সুবিধা ভোগী ওই নেতারা
ছিল তারা কোন পথে?
29.08.2015
বিষয়: বিবিধ
৭১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন