মামা বাড়ির গল্প
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ জুলাই, ২০১৫, ০৩:১৭:৪৩ রাত
মিথ্যার ঝুড়ি নিয়ে
চারপাশে ঘুরে কত
বলে তারা কত কথা
উপন্যাসের মত।
'
লাজ লজ্জা সব ছেড়ে
বলে কথা কল্প
এ যেন মার কাছে
মামা বাড়ির গল্প।
'
পরিচয় দেয় তারা
মুফতি আর কত কি
কথা আর কাজ দেখে
শয়তান বলে ছি।
'
রাত দিন ঘুরে ঘুরে
করে কত ধান্ধা
অন্যকে বুঝায় তারা
খোদার নেক বান্দা।
15.07.2015
বিষয়: বিবিধ
৮৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন