মাগো তোমায় ভালবাসি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৯ জুন, ২০১৫, ০৬:৪৫:০৫ সকাল

কেমনে ভুলি মাগো তোমায়;

কিংবা মধুর হাসি

তোমার স্মৃতি বুকে ধরে যেন

আমৃত্যু ভালবাসি ।

-

তোমার মতো আপন কে হয়

কিংবা তোমার তুল্য

কেই কি পারে দিতে তোমার

এক ফুটা দুধের মূল্য ?

-

নিজের সুখ বিসর্জন দিয়েছ ,

করছ আমায় সুখী

অথচ তুমি ছাড়া পৃথিবীতে

আজ আমি বড় দুখি।

29.06.2015

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File