পৃথিবীটা যদি এমন হতো
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৭ জুন, ২০১৫, ০১:৩০:১১ রাত
পৃথিবীটা যদি এমন হতো
সুখের খনি,সুখ স্বর্গের মতো,
দুখি জনের অশ্রু মুছে দিত
আপন ভেবে কাছে টেনে নিতো।
-
বন্ধ হতো সকল প্রকার দ্বন্দ্ব
প্রভেদ ভুলে তাড়িয়ে দিত মন্দ,
শুকিয়ে যেত স্রোতের রক্তনদী
সুখ বিলায়ে বইত নিরবদি।
-
মানুষগুলো প্রাণ খুলে হাসতো
বিভেদ ভুলে সৃষ্টি ভালবাসতো
পৃথিবীটা যদি এমন হতো
স্বর্গ সুখে থাকতো মুখরিত।
26.06.2015
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন