বদনা হাতে গনি মিয়া

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ জুন, ২০১৫, ০১:১৭:১৫ রাত



ধর্মের মুখোশ পরে

করে তারা যা তা

পেট পিঠ সব খোলা

ঢেকে রাখে হাতা ।

-

মুখ দিয়ে কথা বলে

অপরকে ভুলিয়ে

স্বার্থের লোভে ডুবে

জামা জোড়া খুলিয়ে।

-

আবর্জনা মেখে ঘ্রান

পায় সুগন্ধি আম্বর

ধর্মের লিজধারী দাবী

করে যত হাম্বর।

-

গনি মিয়া কিযে দেখে

কপালে চোখ তুলে

পেট ফুলে শ্বাস নেয়

বায়ু ছাড়ে সব ভুলে ।

-

চারপাশের লোক তার

স্বর্গের টিকেট হাতে

লাইন ধরে গনি মিয়া

বদনা নিয়ে হাতে।

-

ধর্ম যে কত ভালো

সব রোগের ঔষধ

হালাল হারাম আবর্জনা

স্বার্থের মহৌষধ।

১৯.০৬.২০১৫

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326794
২০ জুন ২০১৫ রাত ০১:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ
326821
২০ জুন ২০১৫ রাত ০৪:৪৪
আবু জারীর লিখেছেন : অধার্মিকরা বক ধারর্মিক সেজে ধর্ম থকে ফায়দা লোটে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File