রোজা রেখে এভাবে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ জুন, ২০১৫, ০৪:১১:৩৮ রাত

আহার পানাহার

সব করে বর্জন

ভাবছ তাই রোজা

পুণ্য অর্জন।

-

রাত হলে নামাজ

পড় দাঁড়িয়ে

খুশী হও অন্যের

নজর কাড়িয়ে।

-

হালাল আর হারামে

হয়ে একাকার

হিংসা পরনিন্দায়

মত্ত যে যার।

-

ঝগড়া হানাহানি

যত অপকর্ম

রোজা রেখে এভাবে

করছ ধর্ম?

-

আহার পানাহার বর্জন

মানে কি রোজা ?

ভাবছ তৃপ্তিতে জান্নাতে

যাবে সোজা।

14.06.2015

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File