শয়তানী ধ্যান

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ জুন, ২০১৫, ০৪:৫৯:০১ রাত

হেদায়াত বরাদ্দ হোক তাদের জন্য

দুনিয়ার লোভে যারা হয়ে গেছে হন্য।

মুখে বলে কত কথা, মানে না হারাম

খানা পিনা হারামের কতনা আরাম।

-

নসিহত করে তারা সহজেই অন্যকে

অথচ আচরণ হার মানায় বন্যকে।

হালাল আর হারামে মাখামাখি করে

প্রতিবাদী হলে কেউ টুটি চেপে ধরে।

-

ধর্মের ঠিকাদারিতে পায় তারা প্রশান্তি

আসলে কি সুখি তারা নাকি বয় অশান্তি?

ধার্মিক নয় তারা ধর্মের মুখোশধারী

নিভৃত শয়তানী ধ্যানে সব গেছে ছাড়ি।

06.06.2015

বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325042
১০ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File