খণ্ড কবিতা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ মে, ২০১৫, ০২:৫৬:৫৭ রাত

-এক-

তাদের কথা শূন্যে ভাসে

শয়তান মুচকি হাসে

তারপরও ভাব ধরে

বলে তা দেবতার বরে ।

রাতদিন দু’চোখ বুজে

আবর্জনায় স্বর্গ খুঁজে।

-দুই-

সব কিছু দেবতার

তাহলে কে অবতার ?

কার বানী তারা বয়

ঈশ্বরের বড় ভয় ।

নরকে পাঠায় তারা

ঈশ্বর কি স্বর্গ হারা?

- তিন-

চোখে দেখি কত কিছু

হাঁটি যেন পিছু পিছু,

সাথে হাঁটে মুখ কান

শুনি আরো কত গান।

মুখ বুজে সব সই

তাই আমি লিখি বই।

20.05.2015

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321533
২১ মে ২০১৫ সকাল ১১:০৬
লেন্দুপ দর্জি লিখেছেন : লিখতে থাকুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File