সাদা আর কালো
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ মে, ২০১৫, ০৩:১৮:১৯ রাত
সাদা আর কালোতে
যারা করেনা প্রভেদ
অন্ধ পাগল তারা ;
নয় অভিন্ন অভেদ।
'
সাদা আর কালো
মেখে তারা হয় রঙিন
মনের সুখে ভাবে
তারা স্বর্গের সঙ্গিন ।
'
সাদা আর কালো
যদি হয় এক অভিন্ন
তবে স্বর্গ-নরক নেই;
নেই কোন চিহ্ন।
17.05.2015
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন