ঘনিয়েছে সন্ধ্যা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ মে, ২০১৫, ০৩:৩৮:৫৫ রাত

চোখ দু’টো বুজে

ভালো করে খুঁজে

চাও তুমি যাহা

পেয়ে গেছো তাহা।

'

দেখো চোখ মেলে

বেলা গেছে হেলে

ঘনিয়েছে সন্ধ্যা

সময় কি বন্ধ্যা ?

'

আসছে আঁধার

পাহাড় বাঁধার

দিতে হবে পাড়ি

সব কিছু ছাড়ি।

'

যেতে হবে একা

মুছো কলঙ্ক রেখা।

চোখ নাহি বুজো

চোখ মেলে খুঁজো।

'

হারিয়েছ যাহা

পাবে কি তাহা ?

না পাওয়ার ব্যথা

জীবনটাই বৃথা।

14.05.2015

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320207
১৫ মে ২০১৫ বিকাল ০৫:০৯
আহসান সাদী লিখেছেন : ভালো। ছড়া পড়ার আনন্দটা আলাদা।
320254
১৫ মে ২০১৫ রাত ১১:২৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসলামুআলাইকুম। ছোট ছোট কথায় ছন্দে ছন্দে অনুভূতি পড়তে ভালো লাগলো!
না পাওয়ার ব্যথা

জীবনটাই বৃথা।
জীবন বৃথা হবে না ইনশা আল্লাহ! এ দুনিয়াতে না পেলে পরকালে পাবেন সে মনোবাসনা রাখেন!

শুকরিয়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File