কালকে দেখছি মনি মিয়া
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ এপ্রিল, ২০১৫, ০২:৩৭:২৭ রাত
কালকে দেখছি মনি মিয়া
হাঁটছে রাস্তা দিয়া
আমিও দেখছি ভাব ধরিয়া
কাকে সাথে নিয়া ???
'
গায়ে এক্কান কোট ছিলো
পায়ে মুজা দিলো
পকেট থেকে টুপি নিলো
হাতে জুতা ছিলো ।
'
পেটের ঠেলায় বোতাম কোটের
দেখছি কেমনে ছুটের।
ধান্ধা কইরা টাকা লুটের
ভরে পকেট কোটের।
'
ধাদন ব্যবসায় মনি মিয়া
থাকতো পেট ফুলিয়া
দেশের মানুষ ধাদন মিয়া
ডাকতো আপন জানিয়া।
'
পরিচয় দেয় ব্যবসায়ী সে
আসলে তা বুঝে কে?
ভাব ধরিয়া স্বপ্ন এঁকে
দুনিয়াতে স্বর্গ দেখে।
বিষয়: বিবিধ
৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন