নারী দেহের বস্ত্র হরণ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ এপ্রিল, ২০১৫, ০১:২৫:৫৫ রাত
দিন দুপুরে নারী দেহের
বস্ত্র হরণ করলো যারা
মানুষ নামের হায়েনাদের
দেখলো জাতি তারা কারা।
'
ত্রিরিশ লক্ষ নারী দেহ
ছিঁড়েখুঁড়ে খেলো যারা
আজকে আবার মুখোশ পরে
আসলো নাকি তারা ?
'
কোথায় গেলো চেতনাধারী
সস্তা দামের চেতনা নিয়ে
নারীবাদীরা কোন ইশারায়
নীরব মুখে তালা দিয়ে।
'
কেমনে বলি আজকে আমি
কিংবা নারীরা স্বাধীন
বলতে পারি শুধু কি নারী
পুরো দেশটা পরাধীন।
১৭.০৪.২০১৫
বিষয়: বিবিধ
৮২৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন