এ সপ্তাহের ছড়া মনি মিয়া »

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৭ এপ্রিল, ২০১৫, ০২:১১:২৯ রাত

ভাব ধরছে ‘মনি মিয়া’

নিশ্চয় হইব এবার নেতা

মুখোশ পইরা ঘুরায় সে

শরমে নাই মাথা ব্যথা।

'

‘ধাদন মিয়া’ নামে 'মনি '

দেশে পরিচিত ছিল

ফতুর হইল কত মানুষ

তবুও ‘ধাদন’ নিল।

'

‘ধাদন’ ব্যবসা হালাল পাইল

কোন ধর্মের মাঝে ?

স্বার্থবাদী ‘মনি’রে দেইখা

শয়তান মরে লাজে।

'

হালাল হারাম ওয়াজ করে

মাইনষের কাছে

নিজের আমল না দেখিয়া

খুশীর ঠেলায় নাচে।

'

বিদেশ আইসা ‘মনি মিয়া’

হইছে ভালা মানুষ

নেতা হইব তাইতো দেখি

মুখোশধারির ফানুস।

'

ভণ্ডামি আর কত করবা

ওহে ‘ধাদন’ ‘মনি মিয়া’

আল্লাহর ওয়াস্তে মুখোশ

খুইল্লা আয়না দেখ গিয়া।

16.04.2015

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315445
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৯
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ
315472
১৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File