অফিস থেকে ফিরলে বাড়ী
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ এপ্রিল, ২০১৫, ০২:৩৫:২৯ রাত
আঁতাত করে অফিস থেকে
ফিরলে তুমি বাড়ী
নেতাকর্মীরা তোমার সাথে
দিবে এখন আড়ি।
'
জেলের ভিতর নেতাকর্মীরা
কাটছে দিবারাত্রি
পঙ্গু হয়ে কেউবা আবার
হলো মৃত্যু পথ যাত্রী।
'
আন্দোলনের নামে তুমি
পুড়িয়ে মারলে মানুষ
দেশ জুড়ে বইছে স্বজন
হারা শোকের ফানুস।
'
কেমন করে ভাবলে তুমি
বাঁচবে আঁতাত করে
কেউ বাঁচে না ‘তার’ হাত
থেকে যখন সে ধরে।
'
দেশের মানুষ তোমায় নিয়ে
ভাববে নাকি আরো?
শিরদাড়াহীন নেতাদেরসহ
জলদি দেশটা ছাড়ো।
১৪.০৪.২০১৫
বিষয়: বিবিধ
৭৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বামীর নাম ভাংগিয়ে অনেক দিন চলেছে! বাংলাদেশের বেকুব জনতা এখনো এই বিধবার পিছেই পড়ে আছে!!
মন্তব্য করতে লগইন করুন