বাঁচুক মানুষ আমরণ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:০৬:৩২ রাত

এবার তিনি গ্রেফতার হবেন যাবেন জেলে

জেলের ভাত রান্না হচ্ছে খাবেন নির্দেশ পেলে।

আন্দোলনের নেই সে গতি গেছে এখন হেলে

দাবার চালে হেরে গেলেন একোন খেলা খেলে?

তার পাশের নেতারা আঁতাত করে ছিলই সুখে

আন্দোলনের ডাকে তাদের পুড়লো কপাল দুঃখে।

কেউ এখন লুকিয়ে আছে কেউ বা জেলে ভাল

কার্যালয়ে কাটছে তার নেই তো কোন আলো।

মরছে অনেক ক্রসফায়ারে বাড়ছে হা হুতাশ

গ্রেফতার হলে আন্দোলনের বন্ধ হবে নিঃশ্বাস।

পাটা-পুতার ঘষায় এখন মসলাসম জনগণ

বন্ধ হোক এসব খেলা বাঁচুক মানুষ আমরণ।

২৫.০২.২০১৫

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File