একুশ এলে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১০:৪৯ রাত

একুশ এলে উথলে উঠে ভাষার প্রীতি

খুলে সবার জং ধরা ঐ কপাট স্মৃতি।

একুশ এলে প্রভাত ফেরি নগ্ন পায়

দুঃখ স্বরে বীর শহীদের শ্রদ্ধা জানায়।

একুশ এলে আলোচনা আর বক্তৃতায়

স্মৃতির পাতা যখন খুলে বুক ফেটে যায়।

একুশ এলে শোভিত হয় শহীদ মিনার

মেতে উঠে উৎসবে অথচ শোকের নেই কিনার।

-

চলে গেলে একুশ তারিখ সব ভুলে যায়

কোন সে নেশায় অপসংস্কৃতিতে গা ভাসায়।

বিজাতীয় সংস্কৃতি দেয় দ্বার খুলে

হন্য হয়ে তাদের হাসায় আপন ভুলে।

আঁৎকে উঠি দেখে এমন ভাষার প্রীতি

ঈশাণ কোণে কালো মেঘ বাড়ায় ভীতি।

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File