আত্মপ্রচারের ফানুস
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৭ জানুয়ারি, ২০১৫, ০৫:৩৫:৪৮ সকাল
আত্ম প্রচারে মত্ত যারা ভাবনা নেই কর্মে
কর্ম তো অন্যের জন্য প্রদর্শনের মর্মে,
প্রদর্শনে সিদ্ধ তারা ফল ভোগে ধরায়
একাই তারা একশ আত্মতৃপ্তির খরায়।
-
তবুও কিছু লোক বাহবাহ দেয় ক্ষনিকের জন্য
বাহবাহ পেয়ে তৃপ্তির ঢেঁকুরে মাঝে মাঝে হয় হন্য।
ক্ষণিকের ধরায় আছে বিচিত্র সব মানুষ
অন্যের তরে নয় যারা উড়ায় আত্মপ্রচারের ফানুস।
২৭.০১.২০১৫
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন