ভুলের মাশুল চড়া

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ জানুয়ারি, ২০১৫, ০৫:০২:৫৯ সকাল

শোন মেহদী বেনজির শহিদুল

করিসনা তোরা আর বেশি ভুল।

ভুলের মাশুল জানিস কত চড়া?

তোমরাও পরতে হবে হাতকড়া।

-

নির্লজ্জ বেহায়া উন্মাদ না হলে

তোদের মত কথা কি কেউ বলে?

এক মাঘে শীত হয় না শেষ

পাগল জানে, জানে নির্বিশেষ।

-

রাজনীতির এ খেলা নয় শেষ

খেলার পরেও থেকে যায় রেশ।

রেশ ধরে ঘটবে আরো কতকিছু

হাতকড়া ধরবে তোদের পিছু,

জনতার কাছে মাথা কর নিচু

না হয় রোষানল ছাড়বেনা পিছু।

১৮.০১.২০১৫

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300744
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৬
রক্তলাল লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদের বিষদাত ভেংগে দিতে হবে - before they attack our people. we can not afford another Shapla or Pilkhana incident.

300755
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : পিলাচ।
300790
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৪
হোসাইন আহমাদ লিখেছেন : মাশুল আর পরিনতি েতা পরে, তারা নগদে িবশ্বাসী। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File