ভুলের মাশুল চড়া
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ জানুয়ারি, ২০১৫, ০৫:০২:৫৯ সকাল
শোন মেহদী বেনজির শহিদুল
করিসনা তোরা আর বেশি ভুল।
ভুলের মাশুল জানিস কত চড়া?
তোমরাও পরতে হবে হাতকড়া।
-
নির্লজ্জ বেহায়া উন্মাদ না হলে
তোদের মত কথা কি কেউ বলে?
এক মাঘে শীত হয় না শেষ
পাগল জানে, জানে নির্বিশেষ।
-
রাজনীতির এ খেলা নয় শেষ
খেলার পরেও থেকে যায় রেশ।
রেশ ধরে ঘটবে আরো কতকিছু
হাতকড়া ধরবে তোদের পিছু,
জনতার কাছে মাথা কর নিচু
না হয় রোষানল ছাড়বেনা পিছু।
১৮.০১.২০১৫
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন