নিভৃত ধ্যান
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ জানুয়ারি, ২০১৫, ০১:৩৬:১৩ রাত
আমার নিভৃত ধ্যান যারা ভাঙ্গতে চায়
করজোড়ে মিনতি আমার,
আমি পৃথিবীর কেউ নই
কিংবা কোন দিন ছিলাম না,
এইভেবে ক্ষমা করো আমায়।
আমার এ নিভৃত বাস,
নয়তো তোমাদের দীর্ঘশ্বাস
তবে কেন উঠবে নাভিশ্বাস ?
আমি আমারে চিনিতে নিভৃত ধ্যান মগ্ন অহর্নিশ,
আমাতেই আমার ঈশ্বর বিরাজমান।
-
পৃথিবীর পথে তোমাদের সাথে 'সফল'' নিস্ফল'
'সার্থক' 'ব্যর্থ' শব্দেরা সখ্যতা গড়ে।
আমার নিভৃত ধ্যান তোমাদের
নিস্প্রয়োজন সৃষ্টি আমাকে মগ্ন করে।
আমার সৃষ্টির প্রচেষ্টাই সুখ নিভৃত ধ্যানে।
করজোড়ে মিনতি আমার
আমি পৃথিবীর কেউ নই
কিংবা কোনদিন ছিলাম না
এইভেবে ক্ষমা করো আমায়।
১২.০১.২০১৫
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন