আর কতদিন চলবে অবরোধ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১২ জানুয়ারি, ২০১৫, ০৪:৫৬:৪৪ রাত
আর কতদিন চলবে ‘তোদের’ অবরোধ ?
নামছে ‘তারা’ রাজপথে করতে প্রতিরোধ।
-
ভাঙ্গছো গাড়ী জ্বালছো আগুন ছুড়ছো বুলি
প্রতিরোধে কারা ছুঁড়ছে গুলি উড়ছে খুলি?
-
‘তোমরা’ ‘তারা’ হায়েনা কিংবা শকুন সেজে
দেশটা খাবে ছিঁড়েখুঁড়ে তৃপ্তিতে রক্তে ভেজে।
-
জনগণn আর দেখবে কত দু’ চোখ দিয়ে
হায়েনা বেশে ‘তোদের’ খেলা ক্ষমতা নিয়ে।
-
জনগণ এবার ‘তোদের’ নিয়ে ভাবছে ভীষণ
‘তোদের’ ছাড়াই গড়বে দেশ নিচ্ছে মিশন।
১১.০১.২০১৫
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন