ভুতুড়ে নগরী ঢাকা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ জানুয়ারি, ২০১৫, ০১:৪৩:৩১ রাত

ভুতুড়ে নগরী হল

রাজধানী ঢাকা

হায়েনারা ছুটে এলো

রাজপথ ফাঁকা।

-

হায়েনারা রাজপথে

পেয়ে হাতে ক্ষমতা

বিক্ষোভে ফেটে পড়ে

আপাময় জনতা।

-

মানুষ কাঁপছে থরথরে

ঘরের কোণে

বোমা আর গুলির

আওয়াজ শুনে।

-

দেশবাসী আতঙ্কিত

পুরো দেশজুড়ে

হায়েনারা যাবে

কবে আস্থাখুঁড়ে।

-

ক্ষমতার এ দ্বন্দ্ব

কবে হবে বন্ধ ?

বাতাসে ভাসবে না

লাশের গন্ধ।

০৫.০১.২০১৫

বিষয়: বিবিধ

৮৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299452
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪০
হতভাগা লিখেছেন : ঢাকা এখন অনেক ফাঁকা শান্ত শহর

নেই কোলাহল আর জ্যামের বহর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File