আন্দোলনের হুমকি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৩ জানুয়ারি, ২০১৫, ০২:৫৫:১২ রাত
আসলেই হবে আন্দোলন
না হুমকিতেই সব শেষ ?
ছিনিমিনি আর খেলবে কত
নিয়ে আমার দেশ?
-
দেশের মানুষ আছে ভাল
কাটছে তাদের বেশ
শাসন শোষণ দুর্নীতির
যদিও নাই যদিও নাই শেষ।
-
আন্দোলন করবে তোরা
আছে নাকি তোদের কেউ ?
জনগণের কানে আঙ্গুল
শুনে তোদের ঘেউ ঘেউ।
-
খালেদা ছাড়া বিম্পির
দেশে নাই আর কিছু
নেতা কর্মীরা ছুটছে এখন
আম্লীগের পিছু পিছু ।
-
কেন্দ্রীয় নেতারা আঁতাত করে
বানাচ্ছে টাকার পাহাড়
তৃণমূলেও একি দশা
উড়ছে রঙ্গের বাহার।
-
কেমনে তোরা করবে
সরকার পতন আন্দোলন
আন্দোলনে আছে নাকি
জনদাবীর প্রতিফলন ?
০২.০১.২০১৫
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেকেই বিএনপি কে 'হিজরা বা বিধবা নারী পার্টি' বলে মনের ঝাঝ মিটায়। বাস্তবতায়ও এমনি মনে হয়!
এই রুদ্ধকর পরিস্হিতি থেকে উত্তরণের পথ অনেক দূর!!!
মন্তব্য করতে লগইন করুন