এই মৃত্তিকা জানে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ জানুয়ারি, ২০১৫, ০২:৫৮:১৮ রাত

এই মৃত্তিকা জানে তার বক্ষে কত লাশ পুড়ানো হয়েছে,

কত সম্ভ্রমহারা নারী আঁচড়ে পড়েছে ,

বুট জুতোয় পিষ্ট হয়েছে কত শিশু তার বক্ষে ,

দাবানল প্রবাহিত হয়েছে শহর বন্দর গ্রাম।

এই মৃত্তিকা জানে কত শত লক্ষ নরমণ্ডু

তার বক্ষ ধারন করে অগ্নিগর্ভ হয়েছে,

সিক্ত হয়েছে প্রবাহিত রক্তধারায়।

-

আমাদের স্মৃতি বিস্মৃতি ঘটে খুব সহজেই।

আমাদের প্রয়োজনে ইতিহাস গড়ার চেষ্টা ব্যর্থ হলেও

আমরা সফল নিজেদের স্বার্থে ইতিহাস বিকৃতি করতে।

সত্য প্রকাশে আমাদের বড় ভয় ।

সত্য-ন্যায়ের বদলে অসত্য-অন্যায় প্রচারে সদর্পে

নিজেদের কৃতিত্ব প্রদর্শন করি।

-

চেয়ে দেখো লজ্জা হারানোর পর বিবেক কতটা

নিলর্জ্জ হলে মৃত্তিকা অবাধ্য হয়।

চারিদিকে অগ্নিস্ফুলিঙ্গ। পুরোটা মৃত্তিকাজুড়ে আগ্নেয়গিরি;

যে কোন সময় বিস্ফোরণ ঘটবে প্রবাহিত হবে লাভা

মৃত্তিকার ঘাড় বহন করে আসা জনপদে।

হারিয়ে যাবো আমরা; আমাদের পুরোকীর্তি ।

-

মৃত্তিকার কাছে প্রশ্ন করে জেনে নাও

কতশত বধ্যভুমি তার গর্ভে ধারন করেছে ,

কত রক্ত সমুদ্রে সিক্ত হয়েছে।

ইতিহাস নয় , মৃত্তিকার কাছ থেকে জেনে নাও

এই হন্তারক কারা ?

তারপর তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করে

আমাদের অনাগত প্রজন্মের জন্য মৃত্তিকাকে

ভারমুক্ত করা এখন বড়ই প্রয়োজন।

০১.০১.২০১৫

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298753
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪২
অবাক মুসাফীর লিখেছেন : Valo ... Tobe prothom ar shesh para beshi valo ... Chaliye jaan ...
300113
১১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১১
রক্তলাল লিখেছেন : জি, এই মৃত্তিকা জানে সকল মিথ্যা আর সত্য।

মৃত্তিকা বহন করছে একাত্তর পচাত্তরের নব্বইয়ের কিংবা সাতচল্লিশের কিংবা সতেরশ সাতান্ন এর সুকর্ম কুকর্মের স্মৃতি।

ক্লাইভ, আইয়ুব, ইয়াহিয়া, মুজিবের রক্তাত হাত রন্জিত এ' বাংলার সন্তারদের খুনে।

শহীদ মুক্তিযুদ্ধারা, বাসন্তি, সিরাজ সিকদারেরা জানে এ' বাংলাতে কত নির্মমতা চালানো হয়েছে।

জহির রায়হানের 'সময়ের প্রয়োজনে' যে মুক্তিযুদ্ধ হয়েছিল - বর্তমান সময়ের প্রয়োজনে সেই মুক্তযুদ্ধ আরো বড় বেশী প্রয়োজন। ইয়াহিয়ার প্রেতাত্মা হয়ে হাসিনা আজ রক্তের হোলিখেলা খেলছে।


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File