নগ্ন উত্তাপ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ ডিসেম্বর, ২০১৪, ০২:১৮:২৭ রাত
নগ্ন উত্তাপ বহন করে ডিম্বাণু-শুক্রাণুর
আলিঙ্গনে সৃষ্টির ন্যায় সৃষ্ট চিন্তার ভ্রুনগুলো
এখন উদ্যাম যৌবনে উম্মত্ত।
সময়কে ধারন করে নগ্ন উত্তাপ ছড়ায় সর্বত্র,
সময় নিজেই গর্ভবতী হ্য়, গর্ভপাত যন্ত্রণায় ছটপট করে।
-
স্বঘোষিত সত্যভাষীদেরও নগ্ন উত্তাপ বহনে
কি তুমুল প্রতিযোগিতা ;
ভবিষ্যৎ সভ্যতার বিবর্ণ প্রতিকৃতি অংকনের ব্যস্ততা;
প্রকৃতির মতো রঙ বদলের হিড়িক মানুষের;
নগ্ন উত্তাপ সৃষ্ট চিন্তার উদ্দাম প্রবাহে ভাসমান
পৃথিবী কি পারবে তার ধ্বংসের মেয়াদ পুর্ন করতে???
২১/১২/২০১৪
বিষয়: বিবিধ
৮৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন