নগ্ন উত্তাপ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ ডিসেম্বর, ২০১৪, ০২:১৮:২৭ রাত

নগ্ন উত্তাপ বহন করে ডিম্বাণু-শুক্রাণুর

আলিঙ্গনে সৃষ্টির ন্যায় সৃষ্ট চিন্তার ভ্রুনগুলো

এখন উদ্যাম যৌবনে উম্মত্ত।

সময়কে ধারন করে নগ্ন উত্তাপ ছড়ায় সর্বত্র,

সময় নিজেই গর্ভবতী হ্য়, গর্ভপাত যন্ত্রণায় ছটপট করে।

-

স্বঘোষিত সত্যভাষীদেরও নগ্ন উত্তাপ বহনে

কি তুমুল প্রতিযোগিতা ;

ভবিষ্যৎ সভ্যতার বিবর্ণ প্রতিকৃতি অংকনের ব্যস্ততা;

প্রকৃতির মতো রঙ বদলের হিড়িক মানুষের;

নগ্ন উত্তাপ সৃষ্ট চিন্তার উদ্দাম প্রবাহে ভাসমান

পৃথিবী কি পারবে তার ধ্বংসের মেয়াদ পুর্ন করতে???

২১/১২/২০১৪

বিষয়: বিবিধ

৮৭২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296378
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ‘সময় নিজেই গর্ভবতী হ্য়, গর্ভপাত যন্ত্রণায় ছটপট করে।’ দারুন বলেছেন। আমাদের দেশে কখন সময় গর্ভবতী হবে, ষোল কোটি মানুষ সে অপেক্ষায়। অনেক ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File