লাল সবুজের নিশান
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৪:৩৭ রাত
বাংলাদেশে উড়ছে দেখো
লাল সবুজের নিশান
রক্ত দিয়ে উড়ালো সেদিন
কুলি মজুর কিষাণ।
-
জীবনের মায়া তুচ্ছ করে
যুদ্ধে গেলো অস্ত্র হাতে
ত্রিশ লক্ষ শহীদ হলো
হার মানেনি তবুও তাতে।
-
ছিনিয়ে আনলো বিজয় দেশের
পালালো হানাদার
ডিসেম্বরের ষোল তারিখ
বিজয় দিবস যার।
-
বাংলা আমার প্রানের ভাষা
দেশকে ভালবাসি
স্বাধীন দেশে মুক্ত হাওয়ায়
প্রাণ খুলে হাসি।
১৫/১২/২০১৪
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কান্না আসে ঠেলে,
বিজয় নিয়ে রাখবো কোথায়,
জায়গাতো নাই জেলে৷
ভিক্ষা চাইনা কুত্তা ঠেকাও,
বলছি বারেবার,
বিজয় নাচন নাচতে গিয়ে
দেশ হল ছারখার৷
মন্তব্য করতে লগইন করুন