মধ্যযুগীয় জ্ঞানের নেতা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৪:৫১:৪১ রাত

যা খুশী তাই করবে তুমি

তোমার আছে ক্ষমতা

অনুগতদের বিভাজন করে

দেখাও আবার সমতা।

-

তোমায় সবাই নেতা বলে

করবে আনুগত্য

তোমার কথা মানতে হবে

হোক মিথ্যা কিংবা সত্য।

-

কথায় কথায় বলবে তুমি

আনুগত্য হল ফরজ

জ্ঞানের ঝুলি খালি তো তাই

বলছ কথা করজ।

-

এমন নেতার আনুগত্যের বিধান

চাপিয়ে দেয়া যায়।

তবে অনুগতরা বিগড়ে গেলে

দমিয়ে রাখা দায়।

-

একবিংশ শতকের পথ মাড়িয়ে

চলছ আজ তুমি

মধ্যযুগীয় এমন জ্ঞানের নেতা

কেমনে তোমায় চুমি???

বিষয়: বিবিধ

৭৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294474
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:১৬
আব্দুল গাফফার লিখেছেন : হুম যথার্থ , ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File