ধর হাতে ধর প্রলয় নিশান

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৩:৪৮ সন্ধ্যা

ডিসেম্বরের ষোল তারিখ

স্বাধীন হল আমার দেশ

স্বাধীন হয়েও কাটেনি তো

আজ পরাধীনতার রেশ।

-

আগ্রাসীরা ছুঁড়ছে গুলি

মরছে মানুষ সীমান্তে

উড়ছে শকুন আকাশ জুড়ে

নয়তো কারো অজান্তে।

-

মানুষ বেশে বন্যরা আজ

রাজপথে অস্ত্র হাতে

ছুঁড়ছে গুলি উড়ছে খুলি

ক্ষমতাটাকে সামলাতে।

-

আকাশটা আজ ঢাকছে

দেখো কালো মেঘে

অসময়ে কাল বৈশাখী

আসছে তেড়ে তুমুল বেগে।

-

হানাদাররা পালিয়ে গেলেও

রয়ে গেছে তাদের প্রেতাত্মা

জুলুম-শোষণ খুন-খারাবি

সব কিছুতেই তারা অগত্যা।

-

ডাক এসেছে আজকে আবার

জাগরে তরুণ মজুর কিষাণ

অপশক্তি রুখতে সবাই

ধর হাতে ধর প্রলয় নিশান ।

১৩/১২/২০১৪

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294264
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কবিতাটা ভালো লাগলো। আশা করি মারামারি হানাহানি থেকে ফিরে আবার সোনার দেশে পরিণত হবে। অমানিশার কালো ছায়া বিদুরিত হবে। সেই ক্ষণের অপেক্ষায় থাকলাম।
294285
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি।
294313
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন, আপনার ছন্দ বুনন আরো নিপুন হোক। আরো ঝংকৃত হোক মনোহরী তালে....
294342
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৮
বিদ্রোহী কবি লিখেছেন : দারুন প্রকাশ,ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File